আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত ফি নিলেই কঠোর ব্যবস্থা-শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ ,১১ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ২:২৯ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০১৯
অতিরিক্ত ফি নিলেই কঠোর ব্যবস্থা-শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

ডেস্ক নিউজ।। ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

১১ই জানুয়ারী-১৯ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে তিনি একথা বলেছেন।

দিপু মনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যালয়বিহিীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ একাধিক সাফল্য রয়েছে, সে সব সাফল্য এগিয়ে নিতে আগামী ৫ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়াও শিক্ষার উন্নয়নের জন্য- অন্য যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করা হবে।

Comments

comments