কক্সবাজারে ৭০ ক্যান বিয়ার ও ১০ বোতল মদসহ গ্রেফতার ২
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ ,১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১:৪৫ পূর্বাহ্ণ ,১৫ ডিসেম্বর, ২০২০
কক্সবাজার সংবাদদাতা।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম ১৩ই ডিসেম্বর-২০ রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন টেকনাফ টু কক্সবাজার সড়কের লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে হাজী গফুর মার্কেটের সামনে হতে ১০ বোতল বিদেশী মদ ও ৭০ ক্যান বিয়ারসহ একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে।
এ সময়, ঘটনাস্থল হতে সিএনজি ড্রাইভার মোঃ আবু তাহের (২২) ও আরোহী মোঃ আবছার (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি- বান্দরবান জেলার উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিথিনি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আবু তাহের (২২) ও সোনাইছড়ি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বৈদ্যরছড়া গ্রামের মৃত কাছু মিয়ার ছেলে মোঃ আবছার (২০)।
সহকারী পরিচালক সোমেন মন্ডল এ সংবাদদাতাকে জানান- উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি মোঃ আবু তাহের ও মোঃ আবছার উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৪/১২/২০২০ ইং তারিখ কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।