যুদ্ধাহত সেনা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ!
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ ,১৬ জানুয়ারি, ২০২২ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ণ ,১৭ জানুয়ারি, ২০২২
স্টার্ফ রিপোটার।। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে যুদ্ধাহত সেনা বীর মুক্তিযোদ্ধার সন্তান,জামাতা ও নাতি কে বিবাদী করে চট্টগ্রাম ১ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে বিবাদী পক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার ফতেয়াবাদে দক্ষিণ পাহাড়তলী, সেকেন্দার কলোনী ১ নং ওয়ার্ডের মৃত আলী আকবরের ছেলে মোঃ আদ্বুর রশিদ (৬৩) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চট্টগ্রাম ১ নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ১৪৩/৩২৩/৪৪৭/৩৮৫/৫০৬(২)দঃ বিঃ তে সি-আর মামলা নং-৭২৩/২০২১ হাটহাজারী ১২-১২-২০২১ তারিখে যুদ্ধাহত সেনা বীর মুক্তিযোদ্ধা করিমুল হকের ছেলে ১ নং বিবাদী মোঃ শামিম (৪৭), ৫ নং বিবাদী মোঃ জিয়া (৩২), জামাতা ২ নং আসামি মোঃ সুজন (৪৫), ৩ নং আসামি মো আবু কালাম (৪২) ও নাতি ছেলে ৪ নং আসামি মোঃ অন্তর (২১) দ্বয়কে চাঁদাবাজি ও সন্ত্রাসির অভিযোগ এনে বিবাদী করে অভিযোগ করা হয়। যা ষড়যন্ত্র মুলক ভাবে বানোয়াট অভিযোগ করা হয়েছে বলে জানান বিবাদী পক্ষ। সরেজমিন সুত্রে জানাযায়, মোঃ আদ্বুর রশীদ গং দের বিবাদী মোঃ শামিম গংদের সঙ্গে সেনাবাহিনীর একোয়ারকৃত জায়গায় বসবাস নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। সেনাবাহিনীর জায়গা বাউন্ডারি করার জন্য জমি অধিগ্রহণ করা হয়। বাউন্ডারি করার পর বাউন্ডারির বাইরের সম্পত্তিতে মোঃ শামিম গং সহ আরো অনেকে বসবাস করে চলছে। মোঃ শামিম গংদের বসবাসরত জায়গায় মোঃ আদ্বুর রশিদ গং জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করলে এক পর্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডায় লিপ্ত হয় ও উভয় পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। উক্ত বিষয় নিয়ে মোঃ আদ্বুর রশিদ গং বাদী হয়ে কোটে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। এ বিষয় নিয়ে মোঃ শামিমের সঙ্গে কথা বললে তিনি জানান, আমাদের বসবাসরত জায়গায় মোঃ আদ্বুর রশিদ দখল নেওয়ার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন। এ জায়গার মালিক ছিল হিন্দু জাতি লোক। সেনাবাহিনী তাদের বাউন্ডারি করার জন্য ২০ গন্ডা জায়গা অধিগ্রহণ করে। এর মধ্যে ১২ গন্ডা জায়গায় বাউন্ডারি করেছেন। বাদবাকি জায়গা পরে থাকায় আমরা বসবাস করে যাচ্ছি। মোঃ আদ্বুর রশিদ আমাদের জায়গা দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। এ নিয়ে থানায় ও স্থানীয় পর্যায়ে অনেক বসাবসি হইছে। তারপরেও সে আমাদের বসবাসরত জায়গা দখল করতে আসলে আমরা বাঁধা দেওয়ায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করে হয়রানি করে যাচ্ছে। আমার বাবা একজন সেনাবাহিনীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আমাদের কোন ভাই বোনের নামে আজ অবধি কোনো মামলা হয়নি কিংবা আমরা কখনো কোন অন্যায় মূলক কাজে জড়িত ছিলাম না। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে গাজীপুরে বসবাস করছি গত ৭ বছর ধরে। তাহলে আমি কিভাবে তাদের কাছ থেকে চাঁদা দাবি করলাম? আমাদের নামে যে মিথ্যা অভিযোগ করেছে এর সত্যতা আছে কিনা তা প্রশাসন দয়া করে তদন্ত করে দেখুক।তাহলে আমাদের নামে শত্রুতা করে কেন এই হয়রানিমূলক ও মানহানিকর মিথ্যা মামলা করবে? তাই আমরা যুদ্ধাহত সেনা মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে ও পরিবারের সদস্য হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন আপনি আমাদের এই মিথ্যা ও হয়রানিমুলক মামলা থেকে এবং যুদ্ধাহত মুক্তিযোদধা পরিবারের মাথা গোঁজার আশ্রয় এই ভিটেমাটিটুকুসহ এই জালিম বাজ ভূমিদস্যুদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনিই এ-ই অসহায় পরিবারের শেষ আশাভরসা।