আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মোবাইল কোর্টে ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে কে ৫০হাজার টাকা জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ ,৫ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ২:২৬ পূর্বাহ্ণ ,৬ সেপ্টেম্বর, ২০২২
পাংশায় মোবাইল কোর্টে ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে কে ৫০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।  রাজবাড়ীর পাংশা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর-২২) পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজার রহমান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম জানান- পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১৮) এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মসহ সংশ্লিষ্ট আইনের বিধি-বিধান লঙ্ঘনের দায়ে ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

comments