আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মার চরে আক্কাস হত্যার ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ ,২ জুলাই, ২০২২ | আপডেট: ৩:০৭ পূর্বাহ্ণ ,৩ জুলাই, ২০২২
গোয়ালন্দের পদ্মার চরে আক্কাস হত্যার ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম গ্রেফতার

গোয়ালন্দ সংবাদদাতা।। গত ২১ জুন মঙ্গলবার দুপুরের দিকে রাজবাড়ীর গোয়ালন্দে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামের পদ্মা নদীর চরে আক্কাস আলী(৬২) কে কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত মোঃ রাশেদুল ইসলাম(২০) কে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত রাশেদুল- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরপাড়া গ্রামের অফু মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (৩০শে জুন-২২) গোয়ালন্দ উপজেলার চরপাড়া থেকে গ্রেফতার করা হয়।

নিহত আক্কাছ আলী- পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন উদ্দিনের ছেলে ও ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

ডিবি পুলিশসূত্রে জানাযায়- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাখালগাছি গ্রামস্থ করিম প্রামানিকের বসত বাড়ীর সামনে রাস্তার কাজ পরিদর্শন করাকালিন সময়ে আক্কাস আলী(৬২) কে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা/দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে চলে যায়। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা রুজু হইলে রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর মৌখিক নির্দেশনায় রাজবাড়ী ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

তদন্তকালে উক্ত খুনের সাথে জড়িত আসামী মোঃ রাশেদুল ইসলাম(২০) কে গত ৩০/৬/২০২২ইং তারিখ গোয়ালন্দঘাট থানাধীন চরপাড়া নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামীকে রাজবাড়ী ডিবি অফিস আনিয়া উক্ত খুনের ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে আসামী মোঃ রাশেদুল ইসলাম খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাত আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে।

ডিবি পুলিশ আরো জানায়- জিজ্ঞাসাবাদ শেষে আজ (১লা জুলাই-২২) শুক্রবার আসামী মোঃ রাশেদুল ইসলাম কে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে সে উল্লেখিত খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তী মূলক জবানবন্দী প্রদান করে।

Comments

comments