আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে ১০ দিন ঘরে থাকার নির্দেশ- রাজবাড়ীর ডিসি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ ,২৩ মার্চ, ২০২০ | আপডেট: ৮:৪০ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০২০
করোনা প্রতিরোধে ১০ দিন ঘরে থাকার নির্দেশ- রাজবাড়ীর ডিসি

রাজবাড়ী প্রতিনিধি।। করোনাভাইরাস সংক্রমণ হতে মানুষকে নিরাপদে রাখতে, অতংক দুর করতে ও প্রতিরোধ করতে সরকারী ভাবে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল-২০২০ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। তারই ধারাবাহীকতায় ২৩ মার্চ-২০২০ সোমবার রাজবাড়ী জেলার বাসিন্দাদের করোনা ভাইরাস প্রতিরোধে ১০ দিন ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
জেলা প্রশাসক বলেন- করোনা ভাইরাসের বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে হবে। খাবার হোটল গুলোতে পার্সেল বিক্রি করা যাবে, চা’য়ের দোকানে বসে আড্ডা দেয়া যাবেনা, সাপ্তাহিক হাট বন্ধ করা হলেও বাজার গুলো সচল রাখা, গণ পরিবহণ চলাচলও সীমিত করা এবং আগামী ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারী ছুটিকালিন সময়ে সকলকে ঘরের মধ্যে থাকার নির্দেশ প্রদান করে মাইকিং করা হবে।করোনা ভাইরাস প্রতিরোধ সাধারণ মানুষের ঘরের মধ্যেই থাকাটা নিরাপদ।

অপরদিকে, এনসিডি রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাবার হোটেলে বসিয়ে ক্রেতাদের খাওয়ানের দায়ে জেলা শহরের চারটি খাবার হোটেল মালিকের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Comments

comments