আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯৮৪ সালের ১লা মার্চ রাজবাড়ী জেলার জন্মদিন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ ,১ মার্চ, ২০২০ | আপডেট: ৫:১২ অপরাহ্ণ ,২ মার্চ, ২০২০
১৯৮৪ সালের ১লা মার্চ রাজবাড়ী জেলার জন্মদিন

জনতার মেইল।। আজ রাজবাড়ী জেলার জন্মদিন। ১৯৮৪ সালের ১লা মার্চের এই দিনে বাংলাদেশের মানচিত্রে স্থান করে নেয় আমাদের রাজবাড়ী জেলা।
এক নজরে রাজবাড়ী জেলা- (সরকারী ও গুগল সূত্রে পাওয়া)
ভৌগোলিক অবস্থান- এ জেলার পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া, উত্তরে পাবনা, দক্ষিনে রয়েছে ফরিদপুর ও মাগুরা জেলা ।
আয়তন – ১০৯২.৩০ বর্গ কিঃ মিঃ
নির্বাচনী সংসদীয় আসন- ২ টি, (সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন এবং পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন)
উপজেলা- ৫ টি, (রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী)

মোট ভোটার সংখ্যা- ৭,২৮,৫৫১ জন
পুরুষ-৩,৭০,৫১৭ জন
মহিলা-৩,৫৮,০৩৪ জন
পৌরসভা-৩ টি (রাজবাড়ী, গোয়ালন্দ ও পাংশা)
ইউনিয়ন -৪২ টি

থানা থানা -৫ টি ( পুলিশ ফাঁড়িঃ স্থায়ী-২ টি এবং অস্থায়ী-২ টি, হাইওয়ে থানা-২ টি, তদন্ত কেন্দ্র-৩টি )

গ্রাম-১০৩৬ টি
মৌজা-৮৫৮ টি

নৌ ও ফেরী ঘাট- ২ টি ( দৌলতদিয়া ও জৌকুড়া ঘাট)

প্রাকৃতিক সম্পদ ও বিখ্যাত- বালি মহল (জৌকুড়া ও ধাওয়াপাড়া)

নদী-৬ টি (পদ্মা, গড়াই, চন্দনা, চত্রা, হড়াই ও কুমার)
বদ্ধ জলমহাল -(২০ একরের উর্দ্ধে) ১০ টি
বদ্ধ জলমহাল – (অনূর্ধ্ব ২০ একর) ৩৮ টি
উন্মুক্ত জলমহাল-০৩ টি
হাট বাজার-৯১ টি
মোট জমি-১,১২,৭৭৬ হেক্টর
মোট আবাদী জমি-৭৭,৭৪৭ হেক্টর
ইউনিয়ন ভূমি অফিস-৪৩ টি
পাকা রাস্তা-১,১২৯ কিঃমিঃ
কাঁচা রাস্তা-২,২৩০ কিঃমিঃ
আশ্রয়ন-২ প্রকল্প-২ টি
আবাসন প্রকল্প-৪ টি (১ টি বাস্তবায়নাধীন)
আদর্শগ্রাম-১০টি
খেয়াঘাট/নৌকা ঘাট-৯ টি
জনসংখ্যা ভিত্তিক-
জনসংখ্যা-১০,১৫,৫১৯ জন
পুরুষ-৫,২৪,৬২৪ জন
মহিলা-৪,৯০,৮৯৫ জন
জনসংখ্যার ঘনত্ব -৯০৮
শিশু মৃত্যুর হার-১৮
কৃষি বিষয়ক-
কৃষি পরিবার-১,৮১,৪৩৯ টি
পেশা (কৃষি কাজের উপর নির্ভরশীল)-৭৩ %
মোট জমি-১,১২,৭৭৬ হেক্টর
মোট আবাদী জমি-৭৭,৭৪৭ হেক্টর
ফসলের নিবিড়তা-২৩৫ %
শিক্ষা সংক্রান্ত-
মহাবিদ্যালয়-২৫ টি ( সরকারী ২ টি)
মাধ্যমিক বিদ্যালয়-১৪০ টি ( সরকারী ৪ টি )
ভর্তির পর প্রাথমিক শিক্ষা সমাপনের হার-৭৬.১%
প্রাথমিক শিক্ষা সমাপনের পর মাধ্যমিক স্তরে ভর্তির হার-১০০%
প্রাথমিক বিদ্যালয়-৪১৯ টি
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়-২১ টি
মাদ্রাসা (সকল) -১২২ টি
কারিগরী ইনস্টিটিউট-৬ টি
সরকারী শিশু সদন-১ টি
শিক্ষার হার-৫২.৩ %
পাবলিক লাইব্রেরী-৫ টি
মসজিদ-১২৩৫ টি
মন্দির-১০৫ টি
গীর্জা-৪ টি
স্বাস্থ্য বিষয়ক
সরকারি হাসপাতাল-১ টি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -৩ টি
উপ-স্বাস্থ্য কেন্দ্র-২৮ টি
পরিবার কল্যাণ কেন্দ্র-২৪ টি
প্রাথমিক শিশু উন্নয়ন সূচক-৬৩.৬
নিরাপদ পানি ব্যবহারকারীর শতকরা পরিমান-১০০%
নিরাপদ ধাত্রী সেবা গ্রহণকারীর শতকরা পরিমান-৫৪.৯%
৫ বছরের নীচে জন্মনিবন্ধনের শতকরা হার-১৭.১%
অন্যান্য-
রাজবাড়ী জেলায় উন্নীত-০১.০৩.১৯৮৪ খ্রিঃ
প্রথম জেলা প্রশাসক- সহিদ উদ্দিন আহমেদ
বর্তমান জেলা প্রশাসক- দিলসাদ বেগম
বিদ্যুতায়িত গ্রাম পিডিবি-৪৫৭ টি, ১৪৬ (ডতচউঈখ)
রেল স্টেশন-৯ টি চালু, ৬ টি বন্ধ
রেলওয়ে জংশন-২ টি
সার্কিট হাউজ-১ টি
ডাকবাংলো-৪ টি
ডাকঘর-৬৮ টি
টেলিফোন একচেঞ্জ-৪ টি
টেলিফোন গ্রাহক -২২৪৯ টি
টিউবওয়েল -গভীর- ৫৫১ টি, অগভীর- ১৭৯৮৪ টি
রাজবাড়ী-ঢাকা দুরত্ব-১১৫ কিঃ মিঃ
রাজবাড়ী-গোয়ালন্দ দুরত্ব -১৭ কিঃ মিঃ
রাজবাড়ী-কালুখালী দুরত্ব -১৮ কিঃ মিঃ
রাজবাড়ী-পাংশা দুরত্ব-২৫ কিঃ মিঃ
রাজবাড়ী-বালিয়াকান্দি দুরত্ব-২৮ কিঃ মিঃ
ব্যাংক-৫৮ টি শাখা
নিবন্ধিত সমবায় সমিতি-৯৯৩ টি
শিল্প কারখানা-বৃহৎ- ৩ টি, মাঝারী- ৬ টি, ক্ষুদ্র- ৭১২ টি,কুটির শিল্প-৫,৫৬৫ টি
পশু হাসপাতাল-৫ টি
এলজিইডি কর্তৃক বাস্তবায়িত গ্রোথ সেন্টার – ২৪ টি –
দর্শনীয় স্থান –
১। কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স, ২।আবুল হোসেন ট্রাস্ট ও মিউজিয়াম, ৪। কুটি পাঁচুরিয়া জমিদার বাড়ী, ৫। গোদার বাজার পদ্মা নদীর তীর, আদিবাসী বুনো, বিন্দি, বেহারা, বাগদী, কোল।
দুর্যোগপ্রবণ এলাকা কিনা -নদী ভাঙ্গনপ্রবণ এলাকা।

Comments

comments