সোনাকান্দরের কাটা হালিম ৫০৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার, সে ১১ মামলার আসামী
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ ,১ জুলাই, ২০২২ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ণ ,২ জুলাই, ২০২২
স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর লক্ষ্মীকোল হতে ৫ শ ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হালিম সরদার ওরফে গালকাটা হালিম ওরফে কাটা হালিম(৪১) কে হাতে নাতে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কাটা হালিম- রাজবাড়ী জেলা সদরের সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়- মোঃ হালিম সরদার ওরফে গালকাটা হালিম ওরফে কাটা হালিম দির্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে, এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালিয়ে আজ শুক্রবার (১ জুলাই-২২) বিকেল ৪ টার দিকে রাজবাড়ী জেলা সদরের (পৌর ২নং ওয়ার্ড) লক্ষীকোল গ্রামের লক্ষীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার উপর হতে ৫০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশ থাকে যে, উক্ত আসামির নামে খুন, সন্ত্রাস, মাদক ও অন্যান্য মামলাসহ মোট ১১(এগারো) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।