আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২০ সালে রাজবাড়ীতে ৩ লাখ শিক্ষার্থীর হতে নতুন বই


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:১০ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০২০
২০২০ সালে রাজবাড়ীতে ৩ লাখ শিক্ষার্থীর হতে নতুন বই

উজ্জ্বল চক্রবর্ত্তী।। নতুন বছরের শুরুতেই ২০২০ শিক্ষাবর্ষে সরকারিভাবে রাজবাড়ীর স্কুলগুলোতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১ লাখ ৫০ হাজার ৮২৯ জন শিক্ষার্থীকে এবং ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ১৯ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।

পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২০ উপলক্ষে  ১লা জানুয়ারী বুধবার রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন স্কুলে বিনামূল্যে নতুন বই বিতরণ করেছে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

প্রথম দিকে,  সকাল ১০ টার দিকে- রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।

                      

দ্বিতীয়ত, সকাল ১১.টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির ১ হাজার ২৩৬জন শিক্ষার্থী নতুন বই পায়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
সহকারী শিক্ষক প্রদ্দুত কুমার দাসের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জুবায়েরা জহুর। পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

                            

তৃতীয়ত, দুপুর ১২.টায়  গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করছেন  জেলা প্রশাসক। এ সময়, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

                                

এরপর, দুপুর  ১.টার দিকে- সাদীপুর আমিনা ফাযিল মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক। সভা শেষে ছাত্র-ছাত্রীদের হতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এভাবে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একযোগে নতুন বই বিতরণ করা হয়েছে।

এদিকে, বছরের শুরুতে নতুন পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। আজ থেকে তারা নতুন উদ্দ্যমে পড়া শুরু করতে পারবে ভেবে শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছে।

আরেকদিকে, নতুন বছরের শুরুতে বিনা মূল্যে নতুন বই দেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

উল্লেখ্য, ২০২০ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি ৫৪ লাখ ২৩৭৫টি বই ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হবে।

– ২০১০ সাল থেকে সারাদেশে টানা ১১ বারের মতো শতভাগ বিনামূল্যে বই বিতরণ করেছে শেখ হাসিনা সরকার। ২০১৯ সাল পর্যন্ত মোট ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার বই বিতরণ করা হয়েছে।- বর্তমান শেখ হাসিনা সরকারের সময়ে বই বিতরণ উদ্যোগের ফলে শতভাগ শিশু বিদ্যালয়ে আসছে।

Comments

comments