আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলার জেএসসি’র ফলাফল হস্তান্তর; পাশের হার ৭৫.৪১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৮:০২ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০২০
রাজবাড়ী জেলার জেএসসি’র ফলাফল হস্তান্তর; পাশের হার ৭৫.৪১

সমির কান্তি বিশ্বাস।। জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার রাজবাড়ী জেলার ফলাফল বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

৩১ ডিসেম্বর-১৯ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ফলাফল হস্তান্তর করা হয়।

জানাযায়, এ বছরে পাশের হার ৭৫.৪১ ভাগ। ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলায় ১৮ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাশ করেছে ১৩ হাজার ৯৯১ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯৫ জন।

ভালো ফলাফলে এগিয়ে আছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পাশের হার শতভাগ। ২৩৭ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন পরীক্ষার্থী।

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়েও পাশের হার শতভাগ। এ বিদ্যালয় থেকে ২৩১ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন পরীক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন- শিক্ষক, ছাত্রী, অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ফল অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আমরা আরও ভালো করতে চাই।

Comments

comments