আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় স্বচ্ছতার মাধ্যমে ৮২জন পুলিশ কনষ্টেবল নিয়োগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ ,২৭ জুন, ২০১৯ | আপডেট: ১১:০৩ অপরাহ্ণ ,২৭ জুন, ২০১৯
রাজবাড়ী জেলায় স্বচ্ছতার মাধ্যমে ৮২জন পুলিশ কনষ্টেবল নিয়োগ

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলায় এবার স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগ পেয়েছেন ৮২ জন। আসমা সিদ্দিকা মিলি’র মতো পুলিশ সুপার রাজবাড়ী জেলায় আছে বলেই এবার ঘুষ ছাড়াই স্বচ্ছতার সাথে পুলিশে লোক নিয়োগ হয়েছে।

২৭শে জুন-১৯ বৃহস্পতিবার নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে সদ্য নিয়োগ প্রাপ্ত কনস্টেবলদের হাতে।

সদ্য নিয়োগ প্রাপ্তরা এই নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করে তারা জানান,এই নিয়োগে বিভিন্ন কাগজপত্রতে এবার মাত্র এক’শ তিন টাকা খরচ হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের তথ্যসূত্রে জানাযায়, এ বছর নিয়োগের জন্য ১৯৫৪ জন আবেদন করেন। এদের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৬৯৫ জনকে বাছাই করা হয়। এরপর, পূর্নমান ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেন ২০৮ জন । এরপর চুরান্ত পর্যায়ে নিয়োগ বোর্ডের মৌখিক পরীক্ষায় ৮২ জনকে চাকুরী প্রদান করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, এই নিয়োগের ক্ষেত্রে কোন সুপারিশ মানা হয়নি, এমন কি কোন প্রকার অনিয়মও হয়নি। সম্পূর্ন স্বচ্ছতার মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে।

উল্লেখ্য,  “পুলিশ সপ্তাহ- ২০১৯” উপলক্ষে রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি  “প্রেসিডেন্ট পুলিশ মেডেল-(পিপিএম-সেবা)”প্রাপ্ত হন।

 পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে মেডেল পরিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

comments