আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এসিল্যান্ড অফিসে ৩ বছরের বেশি হওয়া কর্মচারীদের বদলির নির্দেশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ ,২৮ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ণ ,২৮ ডিসেম্বর, ২০১৯
এসিল্যান্ড অফিসে ৩ বছরের বেশি হওয়া কর্মচারীদের বদলির নির্দেশ

স্টাফ রিপোর্টার।। একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরির মেয়াদ ৩ বছরের বেশি হওয়া সকল কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এ বদলির বিষয়ে, গত ২৪ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সহকারী কমিশনার (ভূমি) অফিসের যে সকল কর্মচারীর চাকরিকাল তিন বছর অতিক্রম করেছে, তাদের দ্রুত বদলির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ডিসিদের কাছে পাঠানো নির্দেশনায় সংসদীয় কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) অফিসের যে সকল কর্মচারীর চাকরিকাল ৩ বছর পার হয়েছে, তাদের ২৯ ডিসেম্বরের মধ্যে বদলি/পদায়ন করে গৃহীত কার্যক্রমের তথ্য ৩০ ডিসেম্বরের মধ্য ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

আগামী ১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ-সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Comments

comments