আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জাকের পাটির উদ্যোগে শহীদানদের আত্মায় মাগফিরাত কমনা ।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০১৮
গোয়ালন্দে জাকের পাটির উদ্যোগে শহীদানদের আত্মায় মাগফিরাত কমনা ।

গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ।। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদানদের আত্মার মাগফিরাত কামনার্থে পবিত্র শুকরানা আজিমুশ্বান ইসলামিক জলছা অনুষ্ঠিত হয়েছে ।
গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির উদ্যোগে গতকাল দুপুর ২.টা থেকে গভির রাত পর্যন্ত গোয়ালন্দ শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনে এ জলছা অনুষ্ঠিত হয় ।
উক্ত জলছায় মোঃ নুরুল ইসলাম মোল্লার সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পাটির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিয়া, জেলা জাকের পাটির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম মিয়া । অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি আমিনুল হক আকাশ, নুরুল ইসলাম মেম্বার, সুরুজ আলী খান, ফরিদপুর সংগঠনিক বিভাগিয় ছাত্রফ্রন্টের আমজাদ, আলমাছ, রজব আলী, মুক্তার মাস্টার প্রমূখ ।
জলছা শেষে, হাজার হাজার জাকের দু’হাত তুলে শহীদানদের আত্মায় মাগফিরাত কামনায় আখেরী মোনাজাত করেন । পরে তোবারক বিতরন এর মধ্য দিয়ে ইসলামিক জলছা সমাপ্ত হয় ।

ইসলামিক জলসায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক (চ্যানেল আই, আর টিভি, মাই টিভি) আলহাজ্ব মাওঃ মোঃ আহম্মদ আতিকী সাহেব । বিশেষ বক্তা হিসেবে ছিলেন, হযরত মাওঃ মোহাম্মদ আলী ও ক্বারী মোঃ হোসাইন আলী ।
প্রধান বক্তা আলহাজ্ব মাওঃ মোঃ আহম্মদ আতিকী সাহেব, তার আলোচনায় বলেন কেবলাজান খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) সাহেবের কারামত আহসান পাগলা নামে আমাদের একজাকের ভাই ছিল। সে সারাদিন বলত-“উপায় নাই উপায় নাইরে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই । আবার বলতেন–“উপায় নাই উপায় নাইরে উপায় নাই, খাজাবাবার দয়া বিনে উপায় নাই।”
খাজা বাবা আমাদের যে আদব শিক্ষা দিয়ে গেছেন তা পালন করতে পারলে আল্লাহর কসম করে বলতে পারি বাংলার জমিনে কোনো বাপের পোলা তার ক্ষতি করতে পারবে না । আর জাহান্নানের আগুন তার জন্য হারাম হয়ে যাবে ।

Comments

comments