আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র-গুলিসহ সাজাপ্রাপ্ত আসামী ও ডাকাত আটক-ফরিদপুর র‌্যাব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ ,১ জুলাই, ২০১৮ | আপডেট: ৬:৪২ অপরাহ্ণ ,১ জুলাই, ২০১৮
অস্ত্র-গুলিসহ সাজাপ্রাপ্ত আসামী ও ডাকাত আটক-ফরিদপুর র‌্যাব

বিশেষ প্রতিনিধি ।। ১টি দেশীয় ওয়ান শুটার গান আর ৪ রাউন্ড গুলিসহ সাজাপ্রাপ্ত আমামী ও কুখ্যাত ডাকাত দলের সরদার মোঃ হাফেজ তালুকদার @ হাফেজ মেম্বার @ হাফেজ ডাকাত(৬৪) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১লা জুলাই-১৮ রবিবার ভোর সারে ৫.টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকব্যাক্তি, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের মৃত মালেক তালুকদারের ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এ প্রতিবেদককে বলেন- তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ধর্ষণ ও চুরি সহ সর্বমোট ০৮টি মামলা রয়েছে। এ ছাড়া সদরপুর থানাধীন একটি চুরি মামলায় তার বিরুদ্ধে ০৬ মাসের কারাদন্ড অনাদায়ে ৩০ হাজার টাকা অর্থ দন্ডের সাজা রয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার কারণে অন্যান্য মামলা গুলোতেও বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারী রয়েছে। উক্ত ডাকাত দলের সরদার মোঃ হাফেজ তালুকদার ২০০১ সালে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়া সত্ত্বেও তার ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে আশ পাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন আত্মগোপনে থেকেও তার ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে, ধর্মদী গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করে।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি সহ তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments