আজ : বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীর কলাবাগান থেকে তরুনীর বিবস্ত্র লাশ উদ্ধার করলো পুলিশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ ,২৪ মার্চ, ২০২১ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ণ ,২৫ মার্চ, ২০২১
কালুখালীর কলাবাগান থেকে তরুনীর বিবস্ত্র লাশ উদ্ধার করলো পুলিশ

বিধান কুমার।। রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রীজ এলাকার একটি কলাবাগান থেকে ২৪শে মার্চ-২১ বুধবার সকালে গলায় ওড়না পেচানো এক তরুনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।

জানাগেছে উদ্ধার হওয়া তরুনী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের হাসান শেখের কন্যা লীলা অরফে ঝর্না (১৮)।

ঝর্নার পরিবারসুত্রে জানাগেছে, ৫ মাস আগে ঝর্নার বিয়ে হয়েছিল একই উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ওহিদুর রহমানের সাথে। বিয়ের পর ঝর্না ও তার পরিবার জানতে পারেন ঝর্নার স্বামীর ঘরে আগের স্ত্রী রয়েছে, জানার পর বিয়ের ১ মাসের মাথায় ঝর্ণা তার নিজের বাবার বাড়ীতে এসে অবস্থান করছিল। প্রতিদিনের ন্যায় সকলেই রাতের খাওয়া শেষে নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে সকালে মেয়েকে ঘরে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী মাঠ সংলগ্ন কলাবাগানে একটি লাশ পড়ে রয়েছে শুনে সেখানে গিয়ে নিজের মেয়ে ঝর্নার লাশ সনাক্ত করেন পিতা হাসান শেখ। এ ঘটনার সংবাদ পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেন সেই সাথে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।

তবে পরিবারের ধারনা ঝর্নাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান বলেন লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করা হয়েছে, লাশের অবস্থা দেখে প্রাথমিক ভাবে এটি হত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্তের পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Comments

comments