ফরিদপুর রোজ গার্ডেন হোটেল থেকে ৪ মাদকসেবী আটক
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ ,১ এপ্রিল, ২০১৮ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ণ ,১ এপ্রিল, ২০১৮
বিশেষ প্রতিনিধি ।। ফরিদপুর রোজ গার্ডেন হোটেল থেকে ৪ মাদকসেবীকে আটক করেছে র্যাব-৮ এর একটি অভিযানিক দল । এ সময়ে আটককৃতদের দেহ তল্লাশী করে ৪২.পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৩১ মার্চ শনিবার দুপুর ১.টার দিকে ফরিদপুর জেলা কোতয়ালী উপজেলাধীন হোটেল রোজ গার্ডেন হোটেলে অভিযান পরিচালনা করে ওই মাদকসেবীদেরকে আটক করা হয় ।
আটককৃত মাদকসেবীরা হলো, জোয়াইর গ্রামের তাহের বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর বিশ্বাস(৩২), পরানপুর গ্রামের তোরাপ আলী খানের ছেলে সাঈদ খান(৩৫), ঝিলটুলি গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার(২৭) ও পশ্চিম গাড়া গাড়াখোলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ফেরদৌস(২৫), তারা সকলেই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা ।
উক্ত আটককৃতদের, পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিলের ৯(ক) ধারা মোতাবেক জাহাঙ্গীর বিশ্বাস(৩২)ও সাঈদ খান(৩৫)এর প্রত্যেককে ১(এক) বছর বিনাশ্রম কারাদন্ড এবং সেলিম হাওলাদার(২৭)ও ফেরদৌস(২৫)এর প্রত্যেককে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা করেন । আটককৃতদের ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয় ।