আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩০ উদযাপিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২৩ | আপডেট: ১:২৮ পূর্বাহ্ণ ,১৫ এপ্রিল, ২০২৩
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩০ উদযাপিত

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ১৮ এপ্রিল-২৩ শুক্রবার সকাল ৯.টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে এসে শেষ হয়।

সেখানে, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সেখানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।

এ শোভাযাত্রায় সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সহ রাজবাড়ী সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Comments

comments