স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ১৮ এপ্রিল-২৩ শুক্রবার সকাল ৯.টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে এসে শেষ হয়।
সেখানে, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সেখানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এ শোভাযাত্রায় সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সহ রাজবাড়ী সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।