আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জমিসহ ঘর পেল রাজবাড়ী সদর উপজেলার ৪৫টি ভূমিহীন পরিবার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ ,২১ জুলাই, ২০২২ | আপডেট: ১:৩২ পূর্বাহ্ণ ,২৩ জুলাই, ২০২২
জমিসহ ঘর পেল রাজবাড়ী সদর উপজেলার ৪৫টি ভূমিহীন পরিবার

স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২১শে জুলাই সকালে একযোগে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রত্যেককে ২ শতাংশ করে জমিসহ আরো ২৬ হাজার ২২৯টি ঘরসহ হস্তান্তর করেছেন। এ উদ্বোধন শেষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৩০টি, আলীপুর ইউনিয়নের ১২টি ও মূলঘর ইউনিয়নের ৩ টিসহ মোট ৪৫টি ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

এ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন-সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, বসন্তপুর ইউনিয়নের ঘরপ্রাপ্ত মমতা বেগম ও রামকান্তপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন এলাহী।

এ সময়, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আতাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সচিব, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু ও পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান রতনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments

comments