আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার নদীর তীব্র স্রোতে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ ,৩১ আগস্ট, ২০২১ | আপডেট: ১১:৫২ অপরাহ্ণ ,৩১ আগস্ট, ২০২১
পদ্মার নদীর তীব্র স্রোতে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি।

গোয়ালন্দ প্রতিনিধি।। দেশের দক্ষিণা-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার মূখ্যম প্রবেশ দার দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি স্রোতের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না ফেরি। ঢাকা-খুলনা মহসড়কে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে-১১ ঘটিকার সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন চালক ও হেলপার। দৌলতদিয়া দিয়ে চলাচল করা যাত্রীদের ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজ দুপুরে সরেজমিন দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দেখা যায় এরমধ্যে শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে। এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে।

এ ছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার পেছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত কয়েকশত অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ট্রাক চালক জহিরুল সেক বলেন, খুলনা থেকে রওনা হয়ে রবিবার রাত ৯টায় গোয়ালন্দ মোড়ে আসলে ট্রাফিক পুলিশ আটকে দেয়। রাত পার হয়ে আজকে দুপুরে দৌলতদিয়া এসেছি এখনো ফেরিঘাট যাইতে কতখোন লাগবে তার কনো ঠিক নেই। দীর্ঘ সময় ধরে সড়কে আটকা থেকে ঠিকমতো গোসল এবং খাওয়া-দাওয়া করতে পারি নাই। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।পদ্মা ও যমুনার মিলিত শাখা হচ্ছে দৈালতদিয়া পাটুরিয়া নৈা-রুট।এখানে পানির র্তীব্র স্রতের কারনে ফেরি চলাচলে যেমন সময় লাগছে  তেমনই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

Comments

comments