আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলত‌দিয়ায় ধরা পড়লো এক রুই মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ ,২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১:৫১ পূর্বাহ্ণ ,১ এপ্রিল, ২০২১
দৌলত‌দিয়ায় ধরা পড়লো এক রুই মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা

গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের উজা‌নের পদ্মা নদী‌তে গুরু‌দেব হলদা‌র না‌মে এক জে‌লের জা‌লে ধরা প‌ড়েছে ১৪ কে‌জি ওজ‌নের এক‌টি রুই মাছ। মাছ‌টি বিক্রি হয়েছে ২,৫৫০ টাকা কে‌জি দ‌রে ৩৫ হাজার ৭০০ টাকায়।

২৭শে মার্চ-২১ মঙ্গলবার বেলা ১১.টার দি‌কে রুই মাছটি ধরা পড়ে। কি‌নে নেন দৌলত‌দিয়‌া ঘা‌টের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান- একটু লাভের আশায় গুরু‌দেব হলদা‌রের কাছ থেকে ২,৫৫০ টাকা কে‌জি দ‌রে ৩৫,৭০০ টাকা দিয়ে তি‌নি রুই মাছটি কি‌নে নেন এবং ঢাকায় পা‌ঠান।  হয়‌তো ‌সেখানে ২৭০০/ ২৮০০ টাকা কে‌জি দ‌রে দাম পাওয়া যাবে ব‌লেও জানান তি‌নি।

Comments

comments