আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া হতে মাদকসহ ৩জন আটক, মোবাইল কোর্টে কারাদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ ,২০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১:২৮ পূর্বাহ্ণ ,২১ সেপ্টেম্বর, ২০২০
দৌলতদিয়া হতে মাদকসহ ৩জন আটক, মোবাইল কোর্টে কারাদন্ড

গোয়ালন্দ সংবাদদাতা।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন আওয়ামীলীগ কার্যালয়ের পাশ থেকে ও পতিতাপল্লী থেকে গাজা ও ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

২০ সেপ্টেম্বর-২০ রবিবার দুপুর একটার দিকে ১০০ গ্রাম গাজা ও এক বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা বেগম (৪৫) নামে এক মহিলাকে এবং দুপুর দেড়টার সময় পতিতাপল্লী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ কাউসার (২৮) ও আবুল হায়াত (৩৮) নামের দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানাযায়,- আনোয়ারা বেগমকে ১০০ গ্রাম গাজা ও এক বোতল ফেনসিডিলসহ দোলতদিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড রেলওয়ে স্টেশন পার্টি অফিসের পাশ থেকে এবং অপর দু’জন মোঃ কাওছার ও আবুল হায়াতকে ১০০গ্রাম গাঁজাসহ পতিতাপল্লী থেকে আটক করা হয়।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম আটককৃত ৩ জন আসামি কে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৮ ধারা ৯(১) দফা (গ) লঙ্ঘন এবং একি আইনের ধারা ৩৬(১) এর সারণীর ক্রমিক ২১ অনুসারে ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

Comments

comments