আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র অঙ্কনের মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ ,২১ মে, ২০২০ | আপডেট: ৬:৩২ অপরাহ্ণ ,২২ মে, ২০২০
রাজবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র অঙ্কনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা এলাকায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২১শে মে-২০২০ বৃহস্পতিবার সকালে অঙ্কন দত্ত (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত অঙ্কন দত্ত ভাজনচালা গ্রামের বিপ্লব দত্তের ছেলে, এবং রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

এ ঘটনার পর অঙ্কনের বাড়ীসহ ধুনচী গ্রামের করোনা পজেটিভ আব্দুল আলীমের বাড়ী প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।
অংকনের মৃত্যুর পর তার মৃতদেহসহ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশী বাড়ীর সদস্যসহ মোট ১১ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৮ই মে করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে রাজবাড়ী শহরের ভাজনচালা গ্রামের বাসিন্দা অঙ্কন দত্ত সদর হাসপাতালে এসে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ী ফিরে যায়। গতকাল বৃহস্পতিবার সকাল ৭.টার দিকে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎক আবুল কালাম আজাদ অঙ্কন দত্তকে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট নন্দ দুলাল সরকারসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা পরবর্তীতে মৃত অঙ্কন দত্ত মরদেহসহ তার বাড়ীর ৬জন এবং প্রতিবেশী একটি বাড়ীর আরো ৪জনের নমুনা সংগ্রহ করে।

এ ঘটনায়, রাজবাড়ী সদর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে সিভিল সার্জনের প্রতিনিধি এবং থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলামসহ থানার কুইক রেসপন্স টিমের সদস্যরা বিকেলে বিপ্লব দত্তের ও রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের বাসিন্দা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন করোনা পজেটিভ মোঃ আব্দুল আলীমের বাড়ী লকডাউন করে। এ সময় পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেয় এবং আশেপাশের মানুষদেরকে সর্তক থাকতে আহবান জানানো হয়।

Comments

comments