আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটুরিয়া থেকে আসা যাত্রী বোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফেরৎ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ ,২০ মে, ২০২০ | আপডেট: ১১:৩২ অপরাহ্ণ ,২১ মে, ২০২০
পাটুরিয়া থেকে আসা যাত্রী বোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফেরৎ

গোয়ালন্দ প্রতিনিধি।।  করোনা ভাইরাস সংক্রমন রোধে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে- পাটুরিয়া থেকে ছেড়ে আসা যাত্রী ও যানবাহন বোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

২০ মে-২০২০ বুধবার বিকেল ৩.টার দিকে এ ব্যাতিক্রম ঘটনা ঘটে।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাত্র দু’টি ফেরি দিয়ে জরুরী যানবাহন ও এম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের যাত্রী ওঠা নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ফেরিতেই মানুষের ঢল নেমেছে। কোন ভাবেই সামাজিক দুরত্ব নিশ্চিত করা যাচ্ছে না।  এরপর রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতদিয়া ঘাটের পন্টুনে কঠোর অবস্থান গ্রহন করে। এ পরিস্থিতিতে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকা ফেরিকে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না দিয়ে, ফিরিয়ে দিয়েছে।

জানা যায়, গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ব্যক্তিগত গাড়ী, এ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে করে করোনা ঝুঁকি মাথায় নিয়ে গাদাগাদি করে এই ঈদে ঘড়মূখি হচ্ছে মানুষ, তারা কোন ভাবেই মানছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সহস্রাধিক যাত্রী নিয়ে আসা ফেরিটি বাধ্য হয়েই ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দৌলতদিয়া ঘাট পন্টুনে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন থেকে কোন ফেরিই ঘাটে ভিড়তে দেয়া হবে না। এছাড়া ট্রলারে ঝুকি নিয়ে কেউ যাতে পদ্মা পাড়ি দিতে না পারে সে জন্য নদীতে নৌ টহল দেয়া হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, করোনা পরিস্থিতিতে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বন্ধ করে দেয়া হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, নদীর এপারের জেলাগুলোর মানুষকে করোনার হাত থেকে বাঁচাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে খবর ফেরিতে হাজার হাজার যাত্রী আসছে এমন খবর পেয়ে সাথে সাথে জেলা পুলিশের সদস্যরা ফেরিটিকে দৌলতদিয়া ভীরতে না দিয়ে ফেরত পাঠায়।

Comments

comments