আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিকদের মানববন্ধন। ১২’শ শ্রমিক কর্মহীন!


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ ,২০ মে, ২০২০ | আপডেট: ১১:২৭ অপরাহ্ণ ,২১ মে, ২০২০
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিকদের মানববন্ধন। ১২’শ শ্রমিক কর্মহীন!

রাজবাড়ী প্রতিনিধি।।  রাজবাড়ীতে হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে রাজবাড়ী জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন।

২০ মে-২০২০ বুধবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শত শ্রমিক অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসুচীতে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় জানান, করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ-২০২০ থেকে রাজবাড়ীর সকল হোটেল রেন্টুরেন্ট ও মিষ্টি বেকারী বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ১২’শ শ্রমিক কর্মহীন হয়ে পরেছে। যে কারনে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এমনকি হোটেল মালিকদের বার বার অনুরোধ করার পরও তারা কোন প্রকার বকেয়া বেতনও পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন ও ঈদ বোনাস সেই সাথে সরকারীভাবে ত্রানের আবেদন জানান তারা। সেই সাথে সীমিত আকারে যে হোটেল চালু আছে আগামীকাল থেকে কোন শ্রমিক কাজে যোগ দিবেন না বলে অঙ্গিকার করেছেন তারা।

পরে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিকরা

Comments

comments