আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া নদীতে ডুবে গেছে যাত্রী বোঝাই ট্রলার, নিখোঁজ-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ ,১৯ মে, ২০২০ | আপডেট: ৬:০৭ অপরাহ্ণ ,২০ মে, ২০২০
দৌলতদিয়া নদীতে ডুবে গেছে যাত্রী বোঝাই ট্রলার, নিখোঁজ-১

পাটুরিয়া থেকে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রী বোঝাই ইঞ্জিন চালিত একটি ট্রলার (নৌকা) দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ডুবে গেছে। স্থানীয় জেলেদেরে সহায়তা ডুবে যাওয়া ট্রলারের অর্ধশত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও একজন বৃদ্ধ যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ যাত্রীর সন্ধান চলছে।

১৯ মে-২০২০ মঙ্গলবার সকাল ১০.টার দিকে ৬নম্বর ফেরিঘাট এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটেছে। এরকম ঝুকি নিয়ে অসংখ্য ট্রলার যাত্রী পারাপার করছে।

জানাগেছে, করোনা ভাইরাসের কারনে প্রশাসনের নির্দেশে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে লঞ্চ ও ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তা সত্বেও করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রলার ও ফেরিতে নদী পার হচ্ছে যাত্রীরা।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান বলেন- ‘পদ্মায় ট্রলারডুবির সংবাদ পেয়ে টিম গিয়েছিল। তবে আগেই জেলেরা নৌকা নিয়ে যাত্রীদের উদ্ধার করেন। একজন যাত্রী নিখোঁজ বলে জানা গেছে।’

বিআইডাব্লিউটিএ আরিচা অঞ্চলের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মোঃ ফরিদুল ইসলাম বলেন, রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ জরুরী পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য মাত্র দুটি ফেরি সচল রাখা হয়েছে। ‘নৌপথে স্যালোইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Comments

comments