আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মহারাষ্ট্রে ট্রেনে কাটা পড়ে ১৬ শ্রমিক নিহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ ,৮ মে, ২০২০ | আপডেট: ১১:১৬ অপরাহ্ণ ,৮ মে, ২০২০
ভারতের মহারাষ্ট্রে ট্রেনে কাটা পড়ে ১৬ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের মহারাষ্ট্র রাজ্যের অওরঙ্গাবাদে মালবাহী একটি ট্রেনের চাকার নিচে কাটা পড়ে ১৬ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন, তাদের অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শ্রমিকদের দলে ২০ জন ছিল।

৮ মে-২০২০ শুক্রবার স্থানীয় সময় সকাল ৫.টা ১৫ মিনিটের দিকে অওরঙ্গাবাদ জেলার কারমাডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, ওই শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিলেন। তারা জালনার একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। সেখান থেকে অওরঙ্গাবাদের উদ্দেশে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা জালনা থেকে ৬৫ কিলোমিটার দূরে কারমাড এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। এ সময়ই একটি মালবাহী ট্রেন তাদের পিষে দেয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। পুলিশ আহতদের চিকিৎসার জন্য অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে অওরঙ্গাবাদের পুলিশ সুপার মোক্ষদা পাতিল বলেন, একটি মালগাড়ি চলে যাওয়ার ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। বিষয়টি নিয়ে আমি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছি। তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন।’

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই অভিবাসী শ্রমিকরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় রেললাইনের ওপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

মালবাহী ওই ট্রেনের চালক বেশ কয়েকজনকে রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে পান। তিনি ট্রেন থামানোর চেষ্টা করেও পারেননি। ফলে ওই শ্রমিকদের ওপর দিয়েই চলে গেছে ট্রেন।

পুলিশ বলছে, মধ্যপ্রদেশের ওই অভিবাসী শ্রমিকরা হয়তো ভেবেছিলেন যে, লকডাউনের জন্য ট্রেন আসবে না। সে কারণে তারা রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েছিলেন।

ভারতের সংবাদমাধ্যমগুলোতে দুর্ঘটনাস্থলের যেসব ছবি এসেছে, তাতে দেখা যাচ্ছে রেললাইনের ওপরে ওই শ্রমিকদের জুতা, জিনিসপত্র এমনকি তারা রাস্তায় খাওয়ার জন্য সঙ্গে যে আটার রুটি নিয়েছিলেন তাও রেলাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

Comments

comments