আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা দূর্যোগে সর্বশান্ত পল্টি মুরগীর খামার ব্যবসায়ী সাইফুল ইসলাম বিটু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ ,৪ মে, ২০২০ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ণ ,৬ মে, ২০২০
করোনা দূর্যোগে সর্বশান্ত পল্টি মুরগীর খামার ব্যবসায়ী সাইফুল ইসলাম বিটু

সমীর কান্তি বিশ্বাস।। খন্দকার সাইফুল ইসলাম বিটু নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে বাড়ির পাশে নিজ উদ্যোগে গড়ে উঠেছিলেন একটি পল্টি মুরগীর খামার। আর দশজন উদ্যোগক্তার মতই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি স্বপ্ন দেখছিলেন। কিন্ত তা আর হলোনা, করোনা দূর্যোগে সর্বশান্ত হয়ে ঘরে বসে গেলেন পল্টি মুরগীর খামার ব্যবসায়ী সাইফুল ইসলাম বিটু।  জানাযায় তার ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা।

এমন নির্মম ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পদমদী গ্রামে।

খামার ব্যবসায়ী খন্দকার সাইফুল ইসলাম বিটু জানান- নিজ পায়ে দাড়ানো উদ্যেশে ২০১৯ সালে  বিভিন্ন সংস্থা থেকে লোন গ্রহণ করে ২,০০০ পোলটি মুরগীর বাচ্চা খামারে উঠান, ২০২০ সালে ফেব্রুয়ারী মাসে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতাধীন থেকে লোন সংগ্রহ করে খামারের কাজ শুরু করে। খামারে মুরগীর বাচ্চা উঠানোর পর, মুরগীর খাবার খরচ বাবদ খামার পরিচালানার ব্যয়ভার বেড়ে যায়। এবার সম্প্রতি দেশে করোনা মহামারীর জন্য সরকার ঘোষিত বেলা ১১.টার পর রাস্তা ঘাট দোকান পাট সবকিছু বন্ধ হয়ে যায়, যাহার কারনে মুরগীর খাবার ঔষুধপত্র সংগ্রহ করা দুরসাধ্য হয়ে দাড়ায়, খামারের মুরগী বিক্রয় করা তার পক্ষে সম্ভাব হয় না। এরই মধ্যে চিকিৎসার অভাবে অনেক মুরগী মারা যায়। এতে করে খামার ব্যবসায়ী সাইফুল ইসলাম বিটু ২ লক্ষ টাকার ক্ষতি গ্রস্থ হয়। বর্তমানে পল্টি মুরগী খামার ব্যবসায়ী সাইফুল ইসলাম বিটু সর্বশান্ত হয়ে ঘরে বসেছে।

Comments

comments