আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্টস খোলার পরদিনই নারায়ণগঞ্জে ৮৪ জন করোনায় আক্রান্ত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ ,২৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ১০:৪৮ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০
গার্মেন্টস খোলার পরদিনই নারায়ণগঞ্জে ৮৪ জন করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ।।  গার্মেন্টস খোলার পরদিন নারায়ণগঞ্জে একদিনে (গত ২৪ ঘণ্টায়) করোনাভাইরাসে সর্বোচ্চ ৮৪ জন আক্রান্ত হওয়ার খবর জানাগেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৭৪২ জন। তবে নতুন করে করোনায় কারও মৃত্যু হয়নি৷ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪২ জন।

২৮ এপ্রিল-২০২০ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৮ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮, রূপগঞ্জে ১ এবং আড়াইহাজারের ৩ জন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন- নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৭৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ জন আক্রান্ত হন।

প্রসঙ্গত, গতকাল ২৭ এপ্রিল সোমবার থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত দুদিনে ১৫৮টি কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।

Comments

comments