আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে চাচাকে কবর দেয়ায় ভাতিজা হোম কোয়ারেন্টাইনে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:০৭ অপরাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২০
বালিয়াকান্দিতে চাচাকে কবর দেয়ায় ভাতিজা হোম কোয়ারেন্টাইনে

সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনা পজেটিভ চাচার মরদেহ দাফনের সময় ভাতিজা থাকার কারণে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, নারায়নগঞ্জের বাসিন্দা মোসলেম বিশ্বাস ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় গত ২১ এপ্রিল মারা যান। ওই দিন রাতে মেসলেম উদ্দিনের স্ত্রী ও সন্তানরা তার মরদেহ গ্রামের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চষাবিলায় নিয়ে আসে এবং এখানেই মরদেহ দাফন করা হয়। দাফনের পূর্বে তারা তার নমুনা সংগ্রহ করেন। যার রিপোর্ট তিনি গত ২৪/৪/২০২০ তারিখ শুক্রবার রাতে হাতে পান। ওই রিপোর্টে দেখাযায় মোসলেম উদ্দিন করোনা পজেটিভ ছিলো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, মোসলেম উদ্দিনের মরদেহ প্যাকেট করা অবস্থায় লোক সমাগম ছাড়াই সে সময় দাফন করা হয়েছিলো। দাফনের সময় শুধুমাত্র মোসলেমের ভাতিজা ফিরোজ ছিলো। যে কারণে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Comments

comments