আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ার চিত্রশাইলে কফিল উদ্দিনের উদ্যোগে ত্রান বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ ,২২ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ণ ,২৩ এপ্রিল, ২০২০
আশুলিয়ার চিত্রশাইলে কফিল উদ্দিনের উদ্যোগে ত্রান বিতরণ

আশুলিয়া থেকে সোহেল।। মহামারি করোনাবাইরাসে দেশব্যাপি লকডাউনে ঘর বান্দির কারনে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অপরদিকে ক’দিন পরই পবিত্র মাহে রমজান, সব মিলিয়ে খেয়ে-নাখেয়ে হতাসার মধ্যে কষ্টে জীবন-যাপন করেছে কর্মহীন খেটে খাওয়া মানুষেরা। এই দূর্সময়ে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন মনে করে ২২ এপ্রিল-২০২০ বুধবার ২য় দফায় কর্মহীন ৪৫০ জন পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করলেন আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন খন্দকার। এরআগে, প্রথমদিকে তিনি ১৮ এপ্রিল গত শনিবার ২০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন খন্দকার নিজে চিত্রশাইল এলাকায় ঘরে ঘরে গিয়ে দুস্থ পরিবার গুলো চিহ্নিত করে তাদের তালিকা করে টোকেন প্রদার করেন। যেন তারা সামাজকি দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী গ্রহন করতে পারেন।

আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন খন্দকার বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মহান আল্লাহ তায়ালা দেশবাসীকে মহামারি করোনাভাইরাস থেকে হেফাজত করুক। আমরা সবাই বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে এই রহমতের মাসে মহান রাব্বুল আলামীনের কাছে তওবা করে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চাই। এবং সরকারের সাস্থ্য বিধি মেনে চলি নিজেকে এবং নিজেদের পরিবারকে এই মহামারি থেকে মুক্ত রাখি। তিনি আরো বলেন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতা মুলক কাজ করে যাবো এবং সাধ্য মতো অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখবো।

চিত্রশাইল শাপলা বিল্ডীং থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন- সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ইয়ারপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাহেদ প্রমুখ। এসময় স্থানীয় আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Comments

comments