আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা থেকে এ মৌসুমে কেনা হবে ১,৭,৩৩ মেট্রিক টন বোরো ধান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ ,২১ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৫১ অপরাহ্ণ ,২২ এপ্রিল, ২০২০
রাজবাড়ী জেলা থেকে এ মৌসুমে কেনা হবে ১,৭,৩৩ মেট্রিক টন বোরো ধান

রাজবাড়ী প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি রাজবাড়ী থেকে এই বছরে ১ হাজার ৭ শত ৩৩ মেট্রিক টন বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। গত ১৩ এপ্রিল বাংলাদেশ সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরিণ শাখা থেকে পাঠানো পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, এবার বোরো সংগ্রহ মৌসুমে রাজবাড়ী জেলায় সম্ভব্য উৎপাদন ধরা হয়েছে ৮২ হাজার ৪ শত ৬৭ মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলা থেকে ৮ শত ১৩ মেট্রিক টন, পাংশা উপজেলা থেকে ৯ শত ১২ মেট্রিক টন, বালিয়াকান্দি উপজেলা থেকে ৬৯ মেট্রিক টন, গোয়ালন্দ উপজেলা থেকে ৩ শত ৩৬ মেট্রিক টন এবং কালুখালী উপজেলা থেকে ২ শত ৬৩ মেট্রিক টন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Comments

comments