আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন- ডিসি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ ,২১ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৫০ অপরাহ্ণ ,২১ এপ্রিল, ২০২০
রাজবাড়ী জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন- ডিসি

গণবিজ্ঞপ্তি।। করোনাভাইরাসের সংক্রমন ঝুকি মোকাবেলায় পুনরায় অনির্দিষ্টকালের জন্য রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষনা দিয়ে এক গনবিজ্ঞপ্তি জারি করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক। এর আগে ১০ দিনের জন্য যে লকডাউনের ঘোষনা দেওয়া হয়েছিল, তার সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার। তবে করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি থেকে যাওয়ায় আজ হতে পুনরায় অনির্দিষ্টকালের জন্য রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষনা দেওয়া হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, রাজবাড়ী জেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ৮ জন রোগী। একই দিনে ৫ জন করোনা রোগি সনাক্ত হওয়ায় গত ১১ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন লকডাউন ঘোষনা করা হয়েছিলো। এ লকডাউনের সময়সীমা মঙ্গলবার শেষ হওয়ায় এবং কারোনার সংক্রামন রোধ করার লক্ষে অনির্দিষ্টকালের জন্য রাজবাড়ী জেলাকে পুনরায় লাকডাউন ঘোষনা করা হয়েছে।
এই লকডাউনের সময়ে, অন্য জেলার জনসাধারন এ জেলায় প্রবেশ নিষেধ এবং এই জেলার জনসাধারন অন্য জেলায় যাওয়া নিষেধ। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হইতে কেউ এ জেলায় প্রবেশ ও এ জেলা হতে অন্য জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পন্য, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বর্হিভূত থাকবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যোগে রাজবাড়ী জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বর্হিভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সিমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও বাহির বন্ধ থাকবে।

Comments

comments