আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধুঞ্চি সাধুর বটতলা সংলগ্ন ২ বাড়িতে কোয়ারেন্টাইনের নির্দেশ- মোবাইল কোর্ট


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:০২ পূর্বাহ্ণ ,১৫ এপ্রিল, ২০২০
ধুঞ্চি সাধুর বটতলা সংলগ্ন ২ বাড়িতে কোয়ারেন্টাইনের নির্দেশ- মোবাইল কোর্ট

রাজবাড়ী প্রতিনিধি।। রাজধানি থেকে বাড়ি ফেরায় করোনাভাইরাস ঝুঁকি সন্দেহে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের সাধুর বটতলা সংলগ্ন বেড়িবাধের ঢালে অবস্থিত মোঃ আলতাফ খান ও মোঃ হানিফ মন্ডলের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

১৪ এপ্রিল-২০২০ মঙ্গলবার বিকেল ৫.টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন- রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট বিপুল সিকদার। এ সময়, সেনা ক্যাপ্টেন আসিফ, আনসার ব্যাটেরিয়ানের এপিসি মকবুল আহমেদসহ সেনাবাহিনী ও আনসার ব্যাটেরিয়ানের সদস্যগণ সহযোগিতা করেন।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল সিকদার জনতার মেইলকে জানান- মোঃ আলতাফ খানের মেয়ে আমেনা আক্তার গত ২০ দিন আগে ঢাকা সাভার নবিনগর তার (আলতাফের) ছোট ভাইয়ের বাসায় বেড়াইতে গিয়েছিল। সে বাড়িতে আসছে ১২/৪/২০২০ তাং রবিবার রাতে। সে কারনে আমেনা আক্তার বাড়ির সদস্যদের থেকে আলাদা থাকবে এবং বাড়ির বাইরে প্রতিবেশি কারো সাথে মিশতে পারবেনা। অন্তত ১৪/১৫ এভাবে সতর্কতার সাথে থাকতে হবে।

অপরদিকে, একই এলাকার মোঃ হানিফ মন্ডলের ছেলে মোঃ সোহান মন্ডল মুন্সিগঞ্জ ভবের চর  শিব কাটার (ডগে) কাজ করতো। সেখান থেকে গত ৮/৪/২০২০ তাং বুধবার সোহান বাড়ি ফিরে আসে। সে কারনে তাকেও অনুরুপ পরামর্শ প্রদান করা হয়।

তিনি আরো বলেন- করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, বিদেশ থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি মনিটরিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের এ মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments