আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর সেই গাড়ী চালক করোনাভাইরাসে মারা যায়নি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ ,১০ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:২০ পূর্বাহ্ণ ,১২ এপ্রিল, ২০২০
রাজবাড়ীর সেই গাড়ী চালক করোনাভাইরাসে মারা যায়নি

মোঃ আলমাস আলী॥ জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায় মারা যাওয়া গাড়ী চালক রুহুল (৩০) এর শরীরের নমুনা পরীক্ষার নির্পোটে করোনা ভাইরাসের কোন সংক্রমণ পাওয়া যায়নী। গত ৯ এপ্রিল-২০২০ বৃহস্পতিবার রাতে বিষয়টি ডা. আনজুয়ারা বেগম সুমি নিশ্চত করেন।

জানা যায়, রুহুল শেখ ঢাকা-নবীনগর এলাকায় লোকাল বাসের ড্রাইভার ছিলেন। ১২ দিন আগে তিনি ঢাকা থেকে তার নিজ গ্রামের বাড়ী সেনগ্রামে আসেন। তিনি জ্বর, কাশি, সর্দি জ্বরে ভুগছিলেন। তিনি বাড়ীতে পালিয়ে ছিলেন। গত সোমবার সকালে বেশী অসুস্থ হলে তাকে পাংশার এক গ্রাম্য চিকিৎসককে দেখায়, চিকিৎসক তাকে কুষ্টিয়া হাসপাতালে নিতে বলেন। রুহুল শেখকে কুষ্টিয়া নেওয়ার পথেই সে মারা যায়। এই ঘটনায, দ্রুত এই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাত্রে রির্পোট আসে রুহুল শেখ করোনায় আক্রান্ত ছিলেন না। পাংশা উপজেলা প্রশাসন এই ঘটনায় পুরো সেনগ্রাম লকডাউন ঘোষনা করেছিলেন। সেটা প্রত্যাহার করা হয়েছে। তবে গ্রামবাসীকে সামাজিক দুরাত্ব বজায় রাখতে বলা হয়েছে।

Comments

comments