আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির বাহিরে থাকার অপরাধে রাজবাড়ীতে ২৯৪টি মামলায় ৬লক্ষ ১০হাজার টাকা জরিমানা গত ৮দিনে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ ,৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ৫:১০ অপরাহ্ণ ,৯ এপ্রিল, ২০২০
বাড়ির বাহিরে থাকার অপরাধে রাজবাড়ীতে ২৯৪টি মামলায় ৬লক্ষ ১০হাজার টাকা জরিমানা গত ৮দিনে

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলায় ২০ মার্চ-২০২০ হতে ৮ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টে পরিচালনা করে ২ শত ৯৪ টি মামলায় ৬ লক্ষ ১০ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, সংক্রমণ ও বিস্তার রোধকল্পে এবং মহামারী ঠেকাতে জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতকরণ, বাজার মনিটরিংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করছেন রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৮ এপ্রিল-২০২০ বুধবার রাজবাড়ী জেলা সদরসহ ৫ টি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৬ টি মামলায় ৩৬ জনকে ১ লক্ষ ১০ হাজার ১শত টাকা জরিমানা দন্ড আরোপ করা হয়।

তন্মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৯ টি মামলায় ৯ জনকে ৬ হাজার ৬ শত টাকা, পাংশায় ১৬ টি মামলায় ১৬ জনকে ২১ হাজার ৫ শত টাকা, গোয়ালন্দে ৭ টি মামলায় ৭ জনকে ৬৬ হাজার টাকা এবং বালিয়াকান্দিতে ৪ টি মামলায় ৪ জনকে ১৬ হাজার টাকা জরিমানা দন্ড দেয়া হয়।কালুখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হলেও কাউকে জরিমানা কিংবা কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিক ব্যক্তিকে সতর্ক করে ঘরে অবস্থান এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন।

Comments

comments