আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসমাগম রোধে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পেঁয়াজের হাট


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ ,৫ এপ্রিল, ২০২০ | আপডেট: ৮:৩০ অপরাহ্ণ ,৬ এপ্রিল, ২০২০
জনসমাগম রোধে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পেঁয়াজের হাট

এস.এম হিমেল।। বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সময়োপযোগী উদ্যোগে- মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে অন্যতম পদক্ষেপ সামাজিক দূরত্ব বজায় রাখতে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসেছে পেঁয়াজ-রসুন কেনা-বেচার হাট।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সময়োপযোগী উদ্ভাবনী পরিকল্পনায় বালিয়াকান্দি ইউনিয়ন হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা স্কাউটসের সহযোগিতায় পেঁয়াজের পাইকারি ও খুচরা বিক্রেতাদের জন্য পৃথক পৃথক জোন করে দেয়া হয়েছে। এছাড়াও, খুচরা বিক্রেতাদের জন্য ৬ ফুট দূরে দুরে ১০/৬ ফুট আয়তন জায়গায় বসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

পেঁয়াজ বাজার মনিটরিংয়ের জন্য স্টেডিয়ামের প্যাভেলিয়ানে কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন- বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, ইউপি সদস্য আকরাম হোসেন খান ও ইমরুল আহসান পুলক এবং স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক অখিল কুমার কুন্ডু সহ বালিয়াকান্দি ইউনিয়ন হাট-বাজার ব্যবস্থাপনার সদস্যগণ।

তারা সামাজিক দূরত্ব বজায় রেখে পেঁয়াজ কেনা-বেচা নিশ্চিত করতে মাঠেও মনিটরিং করছেন।

Comments

comments