আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনা সন্দেহে ঢাকায় প্রেরণ-২; একজনের মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ ,১ এপ্রিল, ২০২০ | আপডেট: ১০:১২ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে করোনা সন্দেহে ঢাকায় প্রেরণ-২; একজনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি।। করোনাভাইরাস সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ৩১ মার্চ-২০২০ মঙ্গলবার সকালে আক্কাস সরদার (৬০) নামে এক সবজি বিক্রেতাকে এবং বিকেলে ১৭ বছর বয়সী এক ছাত্রকে ঢাকায় পাঠানো হয়েছে।

একইদিন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান- রাত ৯.টার দিকে আক্কাস সরদার ঢাকায় মারা গেছেন।তবে, তিনি জানতে পেরেছেন আক্কাস সরদার করোনা ভাইরাসে আক্রান্ত হননি। সে টিবিসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন, সে রোগেইে আক্কাস মারা গেছেন।

মৃত আক্কাস রাজবাড়ীর পৌরসভার ৬-নং ওয়ার্ডের টিএনটি পাড়ার মৃত বুলু বক্স সরদারের ছেলে।

সদর হাসপাতালের ডাক্তার শামীম আহসান বলেন- ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীরর ব্যাথা নিয়ে আক্কাস সরদার মঙ্গলবার সকাল সাড়ে ১০.টার দিকে হাসপাতালে ভর্তি হন।পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকার কূর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান- প্রায় একই ধরণের উপসর্গ নিয়ে এক ছাত্র এলে তাকেও ঢাকায় পাঠানো হয়।

এদিকে, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জন বেড়ে রাজবাড়ীতে ৬৩৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ৪৮৩ জন ছাড়পত্র পেয়েছেন।

Comments

comments