আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান ও রাজবাড়ীতে ট্রেন চলাচল বন্ধ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ ,২৪ মার্চ, ২০২০ | আপডেট: ১১:৩১ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০২০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান ও রাজবাড়ীতে ট্রেন চলাচল বন্ধ

জনতার মেইল।। করোনাভাইরাস মোকাবেলায় জনসমাগম ঠেকাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। জরুরী পণ্যবাহি যানবাহন ও এ্যম্বুলেন্স ছাড়া সকল যানবাহন পারপার বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান করোনা ঝুঁকি এড়াতে উদ্ধতর্ন কতৃপক্ষের নিদের্শে ২৪শে মার্চ-২০২০ মঙ্গলবার বিকাল থেকে এই রুটে সকল ধরনের নৌযান বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জে চলাচলকৃত সকল যাত্রীবাহী ট্রেন ২৪শে মার্চ-২০২০ মঙ্গলবার বিকেল থেকে বন্ধ ঘোষনা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন, রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার তন্বয় কুমার দত্ত।
দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন। রেলমন্ত্রী বলেন- মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। তেমনি ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
তিনি বলেন, আমাদের যাত্রীবাহী ট্রেন রয়েছে মোট ৩৬৪টি।

এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে।

Comments

comments