আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার কারনে- গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন স্থগিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ ,২১ মার্চ, ২০২০ | আপডেট: ৪:২০ অপরাহ্ণ ,২৪ মার্চ, ২০২০
করোনার কারনে- গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন স্থগিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় নির্বাচন স্থগিত হওয়ার কথা জানান রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

করোনা ভাইরাস আক্রান্ত রোধ করতে জন সমাগম ও জন সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার। সে কারনে আগামী ২৯ মার্চ-২০২০ দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন/ উপজেলা/ ইউনিয়ন নির্বাচনের উপর স্থগিতাদেশ প্রদান করেছে।

২১ মার্চ-২০২০ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন ব্রিফিং করে সিটি কর্পোরেশন সহ গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন স্থগিত করার ঘোষনা দেন।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান একইদি সন্ধ্যায় নির্বাচন স্থগিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন- আগামী ২৯ মার্চ গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন ও পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ ১-নং ওয়ার্ড সদস্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস থেকে জনগনের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করার ঘোষনা দেন। পরবর্তীতে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ পরিত্রান পেলে যে কোন স্বাভাবিক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।

Comments

comments