আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দি ও পাংশায় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ ,২১ মার্চ, ২০২০ | আপডেট: ৩:০৮ অপরাহ্ণ ,২৪ মার্চ, ২০২০
বালিয়াকান্দি ও পাংশায় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলার পাংশা ও বালিয়াকান্দিতে পৃথক দূর্ঘটনায় ট্রেনে কাটা পরে ২ জন নিহত হয়েছে।
২১ মার্চ-২০২০ শনিবার সকাল ৯.টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন এলাকার রেল লাইনের উপর বসে মোবাইলে কথা বলছিল আতিকুর রহমান (১৮) নামে মাদ্রাসার এক ছাত্র।

এসময় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেরে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে পরে সে নিহত হয়।
নিহত আতিকুর- জামালপুর ইউনিয়নের খালপাড়ী মাদ্রাসার শিক্ষার্থী ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

অপর ঘটনায়, একইদিন দুপুরে পোরাদহ হতে ছেড়ে আসা রাজবাড়ীগামী সাটল ট্রেনটি পাংশা রেলওয়ে ষ্টেশনে প্রবেশের পূর্বেই ষ্টেশনের অদুরে (পশ্চিম দিকে) রেলওয়ে ব্রিজ অতিক্রমকালে ব্রিজের উপর থাকা আবু সায়েদ শেখ (২২) ট্রেনে কাটা পরে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা যায়, সায়েম কিছুটা মানষীক ভার্সাম্যহীন ছিলো।
নিহত সাহেদ- রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের পশ্চিম মাগুড়াডাংগী এলাকার আব্দুর রহমানের ছেলে। উপজেলার পৌর

এ ঘটনায়, রাজবাড়ী জিআরপি থানার ওসি মনিরুজ্জামনা জানান- দু’টি ঘটনা স্থলে গিয়ে আমরা দুটি মরদেহ উদ্ধার করেছি। প্রথমটি রেল লাইনের উপর বসে ছিল। আর মোবাইলে বলার কারনে ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। আর পাংশায় যে মারা গেছে তার মানুষিক সমস্যা ছিল। রেল লাইন পার হবার সময় ট্রেন আসছে সেটি খেয়াল করেনি।

Comments

comments