আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ফেরি থেকে পিস্তল উদ্ধার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ ,১৯ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১১:০৭ অপরাহ্ণ ,১৯ ডিসেম্বর, ২০১৯
দৌলতদিয়ায় ফেরি থেকে পিস্তল উদ্ধার

গোয়ালন্দ সংবাদদাতা।। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরী থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৯.টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরির টয়লেটে পিস্তলটি পাওয়া গেছে।

উদ্ধার হওয়া পিস্তলটি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নুল আবেদীনের বলে জানা গেছে।

জানা যায়, আওয়ামীলীগ নেতা জয়নুল আবেদীন মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তার ব্যাক্তিগত গাড়িসহ নদী পারের উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের রোরো ফেরিতে ওঠেন। ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছানের পূর্বে তিনি ফেরির টয়লেটে যান। সেখানে তার লাইসেন্সকৃত পিস্তলটি ভুল করে ফেলে আসেন। ফেরি থেকে তার বহনকারী গাড়িটি মানিকগঞ্জ পর্যন্ত যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার পিস্তলটি ফেরির টয়লেটে ফেলে এসেছেন। তিনি দ্রুত গাড়িটি ঘুরিয়ে পাটুরিয়া ঘাটে ফিরে এসে দেখতে পান ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বিষয়টি তিনি তৎক্ষনাৎ গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবহিত করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি তাকে ফোনে জানালে তিনি ওই ফেরির স্টাফদের মাধ্যমে পিস্তলটি খুঁজে বের করে ওসির জিম্মায় দিয়ে দেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন- ভুলে ফেলে যাওয়া পিস্তলটি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয়। পরে পিস্তলের বৈধ কাগজপত্র দেখে মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

Comments

comments