রাজবাড়ীতে ব্রীজ ভাঙাতে বেকু উল্টে ৫জন আহত
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ ,২৪ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ণ ,২৪ নভেম্বর, ২০১৯
সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ী সদর উপজেলার বানিবহের সান্ধিয়ারায় হড়াই নদীর উপর পরিত্যক্ত ব্রীজ ভাঙার সময় বেকু উল্টে হেলপার, এক শ্রমিক ও পাশে থাকা ২ শিক্ষার্থীসহ মোট ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৪ নভেম্বর-১৯ রোববার দুপুর ২.টার দিকে বেকু দিয়ে ব্রিজটি ভাঙার সময় অসাবধানতার কারণে ব্রিজ ভেঙে ও বেকু উল্টে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেকুরচালক বানিবহের লোকমানের ছেলে হাসান (২৫), হেলপার মহিরউদ্দিনের ছেলে রুহুল আমিন (২০), শ্রমিক এন্তাজউদ্দিনের ছেলে আব্দুল হালিম (৫০)। এছাড়াও শাকিল (১৮) ও ইমরান (১৪) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা গেছে, হড়াই নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিডেট (এসইবিএল)। এ কারণে আগের পরিত্যক্ত ব্রিজটি ভাঙার কাজ শুরু করেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানাজার খন্দকার সামছুল আলম বলেন- ব্রিজ ভাঙতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন- আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই শঙ্কামুক্ত।