আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ব্রীজ ভাঙাতে বেকু উল্টে ৫জন আহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ ,২৪ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ণ ,২৪ নভেম্বর, ২০১৯
রাজবাড়ীতে ব্রীজ ভাঙাতে বেকু উল্টে ৫জন আহত

সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ী সদর উপজেলার বানিবহের সান্ধিয়ারায় হড়াই নদীর উপর পরিত্যক্ত ব্রীজ ভাঙার সময় বেকু উল্টে হেলপার, এক শ্রমিক ও পাশে থাকা ২ শিক্ষার্থীসহ মোট ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ নভেম্বর-১৯ রোববার  দুপুর ২.টার দিকে বেকু দিয়ে ব্রিজটি ভাঙার সময় অসাবধানতার কারণে ব্রিজ ভেঙে ও বেকু উল্টে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেকুরচালক বানিবহের লোকমানের ছেলে হাসান (২৫), হেলপার মহিরউদ্দিনের ছেলে রুহুল আমিন (২০), শ্রমিক এন্তাজউদ্দিনের ছেলে আব্দুল হালিম (৫০)। এছাড়াও শাকিল (১৮) ও ইমরান (১৪) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, হড়াই নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিডেট (এসইবিএল)। এ কারণে আগের পরিত্যক্ত ব্রিজটি ভাঙার কাজ শুরু করেন।

ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানাজার খন্দকার সামছুল আলম বলেন- ব্রিজ ভাঙতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন- আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই শঙ্কামুক্ত।

Comments

comments