আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ৯-৩০ অক্টোবর


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ ,১ অক্টোবর, ২০১৯ | আপডেট: ৯:২৯ অপরাহ্ণ ,১ অক্টোবর, ২০১৯
রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ৯-৩০ অক্টোবর

উজ্জ্বল চক্রবর্ত্তী।। ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য অফিস ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ১লা অক্টোবর-১৯ সোমবার দুপুর ২.টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান বলেন- প্রতি বছরের ন্যায় এবারও মা ইলশ সংরক্ষন অভিযান পরিচালনা করা হবে বলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময়,অন্যান্যের মধ্যে- সদর উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম সরকার, জেলার ৫ উপজেলার মৎস্য কর্মকর্তা,র‌্যাব সদস্য, জেলা কম্যান্ড্যান্ট, পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন সভায়।

আগামী ৯ অক্টবর থেকে ৩০ অক্টবর পর্যন্ত মা ইলিশ ধরা বন্ধ ও সংরক্ষন অভিযানে নদী থেকে যাতে জেলেরা মা ইলিশ ধরতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। সেই সাথে এই ২১ দিন সময়ে জেলেরা যাতে মাছ ধরা বন্ধ রাখে এবং তাদের উপার্জন না থাকায় এই ২১ দিন সরকারী ভাবে চাল বরাদ্দ দিয়ে সংসার চালানোর জন্য সহযোগীতা করার কথা বলেন জেলা প্রশাসক।

Comments

comments