আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন ১৬ই সেপ্টেম্বর-১৯


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ ,৩ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৯:১৮ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০১৯
দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন ১৬ই সেপ্টেম্বর-১৯

নিজস্ব প্রতিনিধি।। বন্যাজনিত কারণে স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনের ভোট গ্রহনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর-২০১৯ইং তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
৩রা সেপ্টেম্বর-১৯ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মোঃ আতিয়ার রহমানের স্বারিত পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া রাজবাড়ী জেলা নির্বাচন অ‌ফিসার মোহাম্মদ হা‌বিবুর রহমান বিষয়‌টি নিশ্চিত করে তিনি জানান- বন্যা জ‌নিত কার‌ণে স্থ‌গিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নের আগামী ১৬/৯/২০১৯ইং তারিখে ভোট গ্রহ‌ন অনুষ্ঠিত হবে। এই মর্মে বিকা‌লে নির্বাচন কমিশনের একটা চিঠি পেয়েছি।

                            

জানাগেছে, ৪ ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলার মধ্যে ২০১৬ সালে ২৩ এপ্রিল ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে নির্বাচন হবার কথা ছিল। কিন্তু পদ্মা নদীর ভাঙ্গনের কারণে দুই ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের সীমানা জটিলতা দেখা দেয়। বর্তমানে সীমানা জটিলতার সমস্যা সমাধান হওয়ায়, নির্ধারিত সময়ের প্রায় ৩ বছর পর- আগামী ২৫ জুলাই-১৯ বৃহস্পতিবার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  কিন্তু, বন্যার কারনে ২৩ জুলাই-১৯ নির্বাচন স্থ‌গিত করে নির্বাচন ক‌মিশন। শেষ মুহু‌র্তে নির্বাচন বন্ধ হ‌য়ে যাওয়া হতাশ হ‌য়ে পড়ে‌ছি‌লেন প্রার্থী, সমর্থক ও ভোটাররা। ত‌বে ভোট গ্রহ‌নের তা‌রিখ পুনরায় ঘোষনা হওয়ায় সবার ম‌ধ্যে উৎসাহ উ‌দ্দিপনা দেখা দি‌য়ে‌ছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, দৌলতদিয়া ইউপিতে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ২৮৩ জন এবং দেবগ্রাম ইউপিতে ১১ হাজার ১০০ জন।

উল্লেখ্য, ইউ‌নিয়ন দু‌টি‌তে ৫ জন চেয়ানম্যান এবং ৮০ জন ওয়ার্ড (পুরুষ মেম্বর) ও সংর‌ক্ষিত ওয়ার্ড (ম‌হিলা মেম্বর) সদস্য প্র‌তিদ্বন্দীতা কর‌ছেন।

দৌলতদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়ার সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল (নৌকা), এবং গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি সতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মন্ডল (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এবং দেবগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য সতন্ত্র বর্তমান চেয়ারম্যান মোঃ আতর আলী সরদার (আনারস) ও ঘোড়া প্রতীক নিয়ে আব্দুর মান্নান মোল্লা প্রতিদ্বন্দীতা করছেন।

Comments

comments