আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মায় ডুবে গেল সিমেন্টবাহী ট্রলার!


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ ,২৫ আগস্ট, ২০১৯ | আপডেট: ৯:১২ অপরাহ্ণ ,২৫ আগস্ট, ২০১৯
গোয়ালন্দের পদ্মায় ডুবে গেল সিমেন্টবাহী ট্রলার!

স্টাফ রিপোর্টার।।  ১৬০ টন সিমেন্ট ভর্তি একটি ট্রলার তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে গেছে গোয়ালন্দের পদ্মা নদীতে । এ সময় ট্রলারে থাকা ৪ শ্রমিক স্থানীয়দের সহযোগিতায় উঠে আসেন তীরে । এতে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রলারটির নাম আল্লারদান বলে জানাযায়।

২৫শে আগষ্ট-১৯ রোববার সকাল সাড়ে ১০.টার দিকে রাজবাড়ী জেলার গেয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়া গ্রামের অদূরে পদ্মা নদীতে ওই ট্রলারটি ডুবে যায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ মাহফুজুর রহমান জানান, ট্রলার ডুবি সকালে হলেও তারা অনেক দেরিতে খবর পেয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে এসেছেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। তবে ট্রলার ডুবিতে কেউ নিখোঁজ বা হতাহত হননি। সবাই নিরাপদে পাড়ে উঠে এসেছেন।

জানাগেছে, নারায়ণগঞ্জ থেকে ট্রলারটি ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। হঠাৎ দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শ্রমিকদের সবাই স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠে আসতে সক্ষম হন। পরে দুপুরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

Comments

comments