আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্য বিয়ে বন্ধে গোয়ালন্দে বর-কণে ও কণের বাবা-মা আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৯ | আপডেট: ৩:১৯ অপরাহ্ণ ,২০ আগস্ট, ২০১৯
বাল্য বিয়ে বন্ধে গোয়ালন্দে বর-কণে ও কণের বাবা-মা আটক

সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। ১৪ বছর বয়সী এক কনের বিয়ের সময় বর-কণে ও কণের বাবা-মাকে আটক করে থানায় নিয়ে আসে গোয়ালন্দ থানা পুলিশ।

১৮ই আগষ্ট-১৯ রোববার দিনগত রাতে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের শহীদ শিকদারের মেয়ে ১৪ বছর বয়সের স্মৃতি আক্তার (কনে) কে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করতে আসে স্থানীয় আলামিন মোল্লার ছেলে রাসেল মোল্লা (বর)। এমন সংবাদের ভিত্তিতে সেখানে হাজির গোয়ালন্দ থানা পুলিশের একটি দল। বাল্যবিয়ের আয়োজন করায় বর-কণে ও কণের বাবা-মাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সারা রাত থানা হাজতে আটক থাকার পর সোমবার তাদেরকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে।

এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের শহীদ শিকদারের মেয়ে স্মৃতি আক্তারের (১৪) সাথে স্থানীয় আলামিন মোল্লার ছেলে রাসেল মোল্লার বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার গভীর রাতে থানা পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর-কণে ও কণের অভিভাবককে আটক করে নিয়ে আসে। পরের দিন সোমবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কণের বাবা শহীদ শিকদারকে ৪ হাজার টাকা জরিমানা ও বাল্যবিয়ে বন্ধের মুচলেকা নেয়া হয়।

Comments

comments