আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন; ডেঙ্গু জ্বরে প্রাণ গেল ২ চিকিৎসকের


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ ,২৬ জুলাই, ২০১৯ | আপডেট: ৮:৩০ অপরাহ্ণ ,২৭ জুলাই, ২০১৯
রাজবাড়ীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন; ডেঙ্গু জ্বরে প্রাণ গেল ২ চিকিৎসকের

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। “পরিবেশ রাখি পরিষ্কার-বন্ধ করি মশার বিস্তার” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে, জেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে জুলাই-১৯ শুক্রবার বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।
সেখানে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন- রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এ সময়,পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আশেক হাসান, এনডিসি মোঃ রফিকুল ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে,রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে সড়কে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এ সময় সড়ক, অফিস ও বাড়ির আঙ্গিনা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহব্বান জানান জেলা প্রশাসক দিলসাদ বেগম।

উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জুলাই-১৯ রোববার রাত সোয়া ১০.টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ শাহাদৎ হোসেন হাজরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে থাকা এক নারী চিকিৎসক তানিয়া ২৫ জুলাই-১৯ বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

Comments

comments