সুন্দরবনে ডুবে গেছে কয়লাবোঝাই কার্গো জাহাজ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ ,১৫ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ণ ,১৫ এপ্রিল, ২০১৮
নিউজ ডেস্ক ।। সুন্দরবনের হারবাড়িয়ায় এলাকায় ডুবে গেছে কয়লাবোঝাই একটি লাইটার কার্গো জাহাজ ।
রোববার ভোরে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৭৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি নিলয়-২ নামে ওই লাইটার কার্গো জাহাজটি ডুবে যায় ।
সকাল থেকে দুপুর গড়িয়ে বেলা ৩.টা পর্যন্তও এটি উদ্ধারের কোনো অভিযান শুরু হয়নি ।
ডুবে যাওয়া লাইটার জাহাজের মাস্টার আনিছুল হক জানান, সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে তারা রোববার ভোরে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে যাত্রা করেন । লাইটারটি কিছুদূর আসার পর ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় । এ সময় নৌযানে থাকা কর্মচারীরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন ।
এদিকে, চ্যানেলে কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ ।